Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কুলাউড়া থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য কুখ্যাত রাশেদ ডাকাত গ্রেফতার
বিস্তারিত
কুলাউড়া থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য কুখ্যাত রাশেদ ডাকাত গ্রেফতার
বুধবার (২ ফেব্রুয়ারী) কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষন রায় ও পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই অপু কুমার দাশ গুপ্ত সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া থানার ৩নং ভাটেরা ইউনিয়নের ইসলামনগর থেকে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য কুখ্যাত রাশেদ ডাকাত ওরফে রাশেদ মিয়াকে(২৮) গ্রেফতার করতে সক্ষম হয়েছে। রাশেদ ডাকাত কুলাউড়া থানার ইসলামনগর গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে। 
উল্লেখ্য গত ৩১ জুলাই ২০১৯ খ্রিঃ রাত অনুমান ০২.৪৫ ঘটিকা থেকে ০৩.৩০ ঘটিকা পর্যন্ত কুখ্যাত রাশেদ ডাকাতের নেতৃত্বে একদল সশস্ত্র ডাকাত কুলাউড়া থানার ৩নং ভাটেরা ইউনিয়নের খারপাড়া গ্রামের আজিজ আহমদ টুটুর ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ ৯৫,০০০/-টাকা, ০৮টি মোবাইল, ০১টি ল্যাপটপ, স্বর্ণালংকার, ১টি পালসার ও ১টি হুন্ডা সিবি হরনেট মটর সাইকেল ও অন্যান্য জিনিসপত্রসহ সর্বমোট ৮,৬৩,০০০/-টাকার মালামাল লুন্ঠন করে নিয়ে যায়। 
উক্ত ডাকাতির ঘটনায় আজিজ আহমদ টুটুর ছেলে আহমদ সিহান বাদী হয়ে কুলাউড়া থানায় অভিযোগ দায়ের করলে কুলাউড়া থানার মামলা ৪০(০৭)২০১৯ খ্রিঃ রুজু করা হয়। উক্ত ডাকাতির ঘটনায় জড়িত ০৬ জন ডাকাতকে গ্রেফতার করে তাদের নিকট থেকে লুন্ঠনকৃত মোটর সাইকেল, মোবাইল, ল্যাপটপসহ অন্যান্য মালামাল উদ্ধার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। কিন্তু মূল পরিকল্পনাকারী রাশেদ ডাকাত আত্মগোপনে ছিলো। 
রাশেদ ডাকাতকে গ্রেফতার প্রসঙ্গে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষন রায় বলেন, রাশেদ ডাকাতের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। তাকে গ্রেফতার করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছিলো কুলাউড়া থানা পুলিশ।  অবশেষে আজ তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, কুলাউড়া থানায় এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধ ও মাদক নির্মূলে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
02/02/2022