"দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" প্রতিপাদ্য নিয়ে আজ রবিবার (২৩ জানুয়ারী) পালিত হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২২।
বিস্তারিত
পুলিশ সপ্তাহ ২০২২
"দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" প্রতিপাদ্য নিয়ে আজ রবিবার (২৩ জানুয়ারী) পালিত হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২২।
পুলিশ সপ্তাহ ২০২২ এর মূল অনুষ্ঠান সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী যুক্ত থেকে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
পুলিশ সপ্তাহ ২০২২ উপলক্ষে অন্যান্য জেলার মতো মৌলভীবাজারেও না না কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে জেলার পুলিশ স্টেশন, পুলিশ অফিস, পুলিশ লাইন্স ও অন্যান্য স্থাপনাগুলোতে বর্ণিল আলোকসজ্জা করা হয়।
পুলিশ সপ্তাহ ২০২২ উপলক্ষে মৌলভীবাজার জেলার পুলিশ স্টেশন ও পুলিশ লাইন্সে উন্নত মানের খাবার পরিবেশনের লক্ষ্যে বড়খানার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জনাব হাসান মোঃ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) জনাব এ,বি,এম মুজাহিদুল ইসলাম পিপিএম সহ জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।