Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বন্যা বিপর্যস্ত এলাকায় দুর্গত মানুষের পাশে পুলিশ সুপার মৌলভীবাজার
বিস্তারিত
সাম্প্রতিক বন্যায় মৌলভীবাজার জেলার ৫টি উপজেলা বন্যা প্লাবিত হয়েছে। বড়লেখা, কুলাউড়া, রাজনগর, সদর ও জুড়ী উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বন্যা কবলিত কয়েক হাজার মানুষ আশ্রয় নিয়েছে। 
ইতোমধ্যে বন্যা দুর্গত এলাকায় জেলা পুলিশের তরফ থেকে বিভিন্ন সময় প্রায় আট হাজার প্যাকেট শুকনো খাবার, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট, খাবার স্যালাইনসহ প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে। বন্যা কবলিত মানুষকে উদ্বার করতে প্রতিটি থানায় গঠন করা হয়েছে কুইক রেসপন্স টিম। বন্যা পরিস্থিতির সার্বিক তদারকির জন্য একজন পুলিশ পরিদর্শকের নেতৃত্বে গঠন করা হয়েছে ১০ সদস্য বিশিষ্ট " বন্যা মনিটরিং সেল"। 
বন্যা কবলিত অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে মৌলভীবাজার জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় আজ বুধবার ২২ জুন ২০২২ মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয় বন্যা দুর্গত বড়লেখা, জুড়ী, কুলাউড়া ও রাজনগর উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে বানভাসি মানুষের সার্বিক খোঁজখবর নেন। 
পরে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন এম.পি. মহোদয়ের সাথে বন্যা দুর্গত এলাকায় ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। 
এসময় আরো উপস্থিত ছিলেন, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব সাদেক কাউসার দস্তগীর, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুস সালেক, জুড়ী থানার অফিসার ইনচার্জ জনাব সঞ্জয় চক্রবর্তী, বড়লেখা থানার অফিসার ইনচার্জ জনাব জাহাঙ্গীর হোসেন ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার এবং পুলিশ সদস্যবৃন্দ।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
23/06/2022
আর্কাইভ তারিখ
23/06/2022