মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শাহ জালাল বিপিএম, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশে অদ্য ২৪-০৭-১৯ ইং তারিখ অত্র জেলার উর্ধ্বতন কর্মকর্তাগণসহ অন্যান্য পুলিশ সদস্যগণ দিনব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে ছেলেধরা ও গণপিটুনি একটি দন্ডনীয় অপরাধ এ বিষয়ে দিক নির্দেশনা দিয়েছে, হাটে বাজারে সমাবেশ করে মানুষকে সচেতন করেছে, শহর এলাকাসহ প্রত্যন্ত এলাকায় মাইকিং করা হয়েছে, হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ করা হয়েছে। এছাড়াও জনপ্রতিনিধি এবং মসজিদের ইমামদের মাধ্যমেও গুজব বিরোধী প্রচার-প্রচারণা চালানো হয়েছে।গুজবে বিভ্রান্ত হয়ে ছেলে ধরা সন্দেহে কাউকে গণপিঠুনি দিয়ে আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশের নিকট সোপর্দ করার পরামর্শ দেয়া হয়। প্রয়োজনে 999 এ কল করে জানানোর জন্য বলা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস