Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

মৌলভীবাজার জেলা পুলিশের ইতিহাস..

বৃহত্তর সিলেট জেলার অন্যতম একটি মহাকুমা মৌলভীবাজার। দুটি পাতার একটি কুঁড়ি হিসেবে মৌলভীবাজারের অনেক সুখ্যাতি রয়েছে। ১৯৮৪ সালে বাংলাদেশকে ৬৪টি জেলায় উন্নীতকরণের সময় সরকারী সিদ্ধান্তের প্রেক্ষিতে গত ২২.০২.১৯৮৪ইং তারিখে মৌলভীবাজার জেলা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের স্মারক নং-চ-১৪গ-৩৫/৮৩(১) গঐঅ (চড়ষরপব-১)/৪৭৩, উধঃবফ-১৭.০৭.১৯৮৪ মূলে জেলা পুলিশ মৌলভীবাজার নামক সংস্থাটি জন্ম লাভ করে। বর্ণিত স্মারকে ০১ জন পুলিশ সুপার, ০১ জন সিনিয়র সহকারী পুলিশ সুপার, ০২ জন সহকারী পুলিশ সুপার, ০৮ জন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), ০১ জন পুলিশ পরিদর্শক (সশস্ত্র), ০১ জন এসআই (টিআর), ০৩ জন সার্জেন্ট, ৩২ জন এএসআই (পুরুষ-নিরস্ত্র), ১৪ জন হেড কনস্টেবল, ১০ জন এটিএসআই, ১৫ জন নায়েক ও ৪২০ জন কনস্টেবল (পুরুষ) সহ মোট ৫৪৯ জন জনবলের সরকারী মঞ্জুরী পাওয়া যায়। স্বরাষ্ট্র মন্ত্রনালয় স্মারক নং-পি ১৪এস-৩৫/৮৩ (১)-স্বঃমঃ (পুলিশ-১)/২৯৮, তারিখ-২৫.০৪.১৯৮৭ মূলে ০১ জন সার্জেন্ট এর পদ বিলুপ্ত করে ০১ জন টিএসআই পদের মঞ্জুরী দেওয়া হয়। স্মারক নং-পি-৩পি -৯/৮৭(১)-স্বঃমঃ (পুলিশ-১)/৬৯, তারিখ-১৬.০২.১৯৮৮ মূলে ০১ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ০১ জন কনস্টেবল (পুরুষ) পদসহ মোট ০২ জন জনবলের মঞ্জুরী পাওয়া যায়। স্মারক নং-স্বঃমঃ (পুঃ-২)পদ-৬/৯৩-৪০৫(৩০), তারিখ-২৬.০৫.১৯৯৩ মূলে ০২ জন এসআই (টিআর) পদে মঞ্জুরী পাওয়া যায়। স্মারক নং-স্বঃমঃ/পু-২/ পদ-৪৩/৯৩/১১, তারিখ-২১.০১.১৯৯৫ মূলে ০১ জন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), ০৩ জন এসআই (নিরস্ত্র), ০১ জন এএসআই (নিরস্ত্র পুরুষ), ০৩ জন কনস্টেবল (পুরুষ) সহ মোট ০৮ জন জনবলের সরকারী মঞ্জুরী পাওয়া যায়। স্মারক নং-স্বঃমঃ/পি-৩ পি-১(পুলিশ-৪)/৫২৮, তারিখ-০২.০৬.১৯৯৭ মূলে ০৬ জন এসআই (নিরস্ত্র-পুরুষ), ০১জন এসআই (নারী), ০৩ জন এএসআই (নিরস্ত্র-পুরুষ), ০১ জন এএসআই (নারী), ১৫ জন কনস্টেবল (পুরুষ), ০৫ জন কনস্টেবল (নারী) সহ মোট ৩১ জন জনবলের সরকারী মঞ্জুরী পাওয়া যায়। স্মারক নং-স্বঃমঃ তদন্ত-১১/৯৭ (পু-৩)/৭৩৯, তারিখ-৩০.১১.১৯৯৯ মূলে ০২ জন এসআই (নিরস্ত্র), ০২ জন এএসআই (নিরস্ত্র পুরুষ), ১৬ জন কনস্টেবল (পুরুষ) সহ মোট ২০ জন জনবলের সরকারী মঞ্জুরী পাওয়া যায়। স্মারক নং-স্বঃমঃ পদ-৮/৯৯ (পু-৩)/১১৫, তারিখ-০৮.০৩.২০০০ মূলে ০১ জন পুলিশ পরিদর্শক (সশস্ত্র), ০১ জন টিআই, ০৪ জন এসআই (নিরস্ত্র), ০১ জন সার্জেন্টসহ মোট ০৭ জন জনবলের সরকারী মঞ্জুরী পাওয়া যায়। স্মারক নং-স্বঃমঃ পদ-১৭/২০০১ (পু-৩)/৫৩২, তারিখ-৩০.০৬.২০০২ মূলে ০১ জন এসআই (নিরস্ত্র), ০২ জন এসআই (মহিলা), ০২ জন এএসআই (মহিলা), ০৪ জন কনস্টেবল (নারী) সহ মোট ০৯ জন জনবলের সরকারী মঞ্জুরী পাওয়া যায়। স্মারক নং-স্বঃমঃ(পু-৩)/পদ-১/২০০৪/১২৬,তারিখ-১৬.০২.২০০৫ মূলে ০৬ জন কনস্টেবল (পুরুষ) বিলুপ্ত করিয়া ০৪ জন এসআই (নিরস্ত্র) 

জনবলের সরকারী মঞ্জুরী পাওয়া যায়। স্মারক নং-স্বঃমঃ (পু-৩)/থানা-৮./২০০৩/১৫২, তারিখ-২৪.০২.২০০৫ মূলে ০১ জন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), ০২ জন এসআই (নিরস্ত্র), ০২ জন এএসআই (নিরস্ত্র পুরুষ), ২০ জন কনস্টেবল (পুরুষ) মোট ২৫ জন জনবলের সরকারী মঞ্জুরী পাওয়া যায়। স্মারক নং-স্বঃমঃ(পু-৩)/পদ-১/২০০৪/২৮৫, তারিখ-২৭.০৪.২০০৫ মূলে ০৬ জন এসআই (নিরস্ত্র) জনবলের সরকারী মঞ্জুরী পাওয়া যায়। স্মারক নং-স্বঃমঃ(পু-৩) পদ-৩৫/২০০৪ (অংশ)-৬৩৭, তারিখ-২৪.০৯.২০০৬ মূলে ০১ জন অতিরিক্ত পুলিশ সুপার, ০২ জন এএসআই (নিরস্ত্র পুরুষ) সহ মোট ০৩ জন জনবলের সরকারী মঞ্জুরী পাওয়া যায়। স্মারক নং-স্বঃমঃ (পু-৩) পদ-১০/২০০৪ (অংশ-১)/৩৭১, তারিখ-১৪.০৬.২০১০ মূলে ০৭ জন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), ০১ জন পুলিশ পরিদর্শক (সঃ), ১৭ জন এসআই (নিরস্ত্র), ০১ জন এসআই (সশস্ত্র), ১২ জন এএসআই (নিরস্ত্র পুরুষ), ০২ জন এএসআই (সশস্ত্র), ০১ জন নায়েক, ১১১ জন কনস্টেবল (পুরুষ) সহ মোট ১৫২ জন জনবলের সরকারী মঞ্জুরী পাওয়া যায়। স্মারক নং-৪৪.০০.০০০০.০৯৬.০৫.০০৯.১১-৭৯৬(১), তারিখ-২০.১২.২০১২ মূলে ০২ জন সার্জেন্ট, ০১ জন টিএসআই, ০১ জন এটিএসআই, ১৪ জন কনস্টেবল (পুরুষ) সহ মোট ১৮ জন জনবলের সরকারী মঞ্জুরী পাওয়া যায়। স্মারক নং-৪৪.০০.০০০০.০৯৬.০২.০০৭.১০-৮৩৩, তারিখ-০৬.১১.২০১৩ মূলে ০১ জন এসআই (নিরস্ত্র), ০২ জন এএসআই (নিরস্ত্র পুরুষ), ১৩ জন কনস্টেবল (পুরুষ) সহ মোট ১৬ জন জনবলের সরকারী মঞ্জুরী পাওয়া যায়।

বর্তমানে ০১ জন পুলিশ সুপার, ০৪ জন অতিরিক্ত পুলিশ সুপার, ০২ জন সহকারী পুলিশ সুপার, ৩৫ জন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), ০২ জন পুলিশ পরিদর্শক (সশস্ত্র), ০৪ জন টিআই, ৯৬ জন এসআই (নিরস্ত্র), ১৮ জন এসআই (সশস্ত্র), ০৩ জন এসআই (নারী), ০৮ জন সার্জেন্ট, ০৬ জন টিএসআই, ১৩৩ জন এএসআই (নিরস্ত্র), ০৫ জন এএসআই (নিরস্ত্র নারী), ১৪ জন এএসআই (সশস্ত্র), ১৮ জন এটিএসআই, ২৩ জন নায়েক, ৫৪১ জন কনস্টেবল (পুরুষ), ১০০ জন কনস্টেবল (নারী) সহ সর্বমোট ১০১৩ জন জনবলের সরকারী মঞ্জুরী রয়েছে।