কুলাউড়া থানা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
গত রবিবার (১৬ জানুয়ারী) কুলাউড়া থানার এসআই নাঈমুল হাসান, এএসআই আবু আহমেদ সুজন সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া পৌরসভাধীন আহমদাবাদ (নতুনপাড়া) গ্রামের জনৈক সুলতান খানের বাসার ভাড়াটিয়া মাদক ব্যবসায়ী আছাদ উদ্দিনের ঘরে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১. আছাদ উদ্দিন (৪২), পিতা-মৃত আব্দুর রাজ্জাক, সাং-পূর্ব বড় ধামাই, থানা-জুড়ি, বর্তমান সাং-আহমদাবাদ (নতুন পাড়া জনৈক সুলতান খানের বাসার ভাড়াটিয়া), থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার, ২. রিয়াজ উদ্দিন (৩২), পিতা-আতাউর রহমান ওরফে আতই, সাং-পূর্ব বড়ধামাই, থানা-জুড়ি, বর্তমানে: সাং-সোনাপুর (জনৈক খালিক মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারদ্বয়কে গ্রেফতার করে আসামীদ্বয়ের হেফাজতে থাকা ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষন রায় বলেন কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন কুলাউড়া থানাকে মাদকমুক্ত করার লক্ষে কুলাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS