সেলেট জেলার মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়ের নির্দেশে ১৫ দিনের বিশেষ অভিযানে মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের নেতৃত্বে চলমান বিশেষ অভিযানের তৃতীয় দিন বৃহস্পতিবার ১৯ মে ২০২২ মৌলভীবাজার জেলায় ওয়ারেন্টভূক্ত ও নিয়মিত মামলার ২৪ আসামী গ্রেফতার এবং ২৪২ পিস ইয়াবা, ৬৫০ গ্রাম গাঁজা ও ৬টি পেট্রোল বোমা উদ্বার করা হয়েছে।
মৌলভীবাজার জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ চলমান বিশেষ অভিযানে থানা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত বিশেষ টিম থানা এলাকায় অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, গ্রেফতারী ও সাজা পরোয়ানা তামিল সংক্রান্ত অভিযান পরিচালনা করেন। এতে মৌলভীবাজার সদর মডেল থানায় বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার , শ্রীমঙ্গল থানার অভিযানে ২ টি গ্রেফতারী পরোয়ানা তামিল, রাজনগর থানা পুলিশের অভিযানে ৪ জন , কমলগঞ্জ থানা পুলিশের অভিযানে ৫ জন কুলাউড়া থানা পুলিশের অভিযানে ৩ জন , বড়লেখা থানার অভিযানে ৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS