Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
মধ্যরাতে শীতার্তদের কম্বল দিলো মৌলভীবাজার জেলা পুলিশ
Details

মধ্যরাতে শীতার্তদের কম্বল দিলো মৌলভীবাজার জেলা পুলিশ

মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের পক্ষ থেকে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারী) দিবাগত রাতে জেলার সাতটি থানা, সদর মডেল থানা, রাজনগর, কুলাউড়া, কমলগঞ্জ, শ্রীমঙ্গল, জুড়ী ও বড়লেখায় একযোগে অফিসার ইনচার্জগণের নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা খুঁজে খুঁজে দুস্থ ও অসহায় মানুষের মাঝে এ কম্বল বিতরণ করেন।

মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষের পাশাপাশি ভাসমান তৃতীয় লিঙ্গের অসহায় শীতার্ত মানুষের গায়ে থানা পুলিশের সদস্যরা কম্বল জড়িয়ে দেন। তীব্র শীতে কম্বলের উষ্ণতায় হাসি ফুটে অসহায় শীতার্ত মানুষের মুখে।

মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয় বলেন, গত কয়েকদিনে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় গরীব অসহায় সম্বলহীন মানুষের দুর্দশা বেড়ে গেছে। হাড় কাঁপানো শীতে শিশু ও বয়োবৃদ্ধরা অসুস্থ্য হয়ে পড়েছে। তাই এসব অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করার লক্ষ্যে কম্বল বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


Images
Attachments
Publish Date
01/02/2022