Title
Moulvibazar district police "Flood Monitoring Cell" Hotline number: 01320119764
Details
মৌলভীবাজার জেলা পুলিশের
"বন্যা মনিটরিং সেল"
হটলাইন নম্বর : 01320119764
সম্প্রতি টানা বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যা মোকাবেলায় মৌলভীবাজারবাসীর পাশে আছে জেলা পুলিশ। বন্যা মোকাবেলায় ইতোমধ্যে মৌলভীবাজার জেলার সকল পুলিশের ছুটি বাতিল করা হয়েছে। জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের নির্দেশে প্রত্যেক থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। কুইক রেসপন্স টিম নিজ নিজ থানার বন্যা পরিস্থিতি সার্বিক মনিটরিং করছে। এছাড়াও জেলা পুলিশ সুপার কার্যালয়ে বিশেষ "বন্যা মনিটরিং সেল" গঠন করা হয়েছে। মৌলভীবাজার জেলার কোথাও বন্যা পরিস্থিতির অবনতি হলে কিংবা নদী ভাঙ্গন বা ভূমিধ্বসের ফলে জনজীবন বিপর্যস্ত হলে জেলা পুলিশের হটলাইন নাম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।