Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Do not take the law into your own hands with your son caught. Notify police by calling 999 if necessary.
Details

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শাহ জালাল বিপিএম, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশে অদ্য ২৪-০৭-১৯ ইং তারিখ অত্র জেলার উর্ধ্বতন কর্মকর্তাগণসহ অন্যান্য পুলিশ সদস্যগণ দিনব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে ছেলেধরা ও গণপিটুনি একটি দন্ডনীয় অপরাধ এ বিষয়ে দিক নির্দেশনা দিয়েছে, হাটে বাজারে সমাবেশ করে মানুষকে সচেতন করেছে, শহর এলাকাসহ প্রত্যন্ত এলাকায় মাইকিং করা হয়েছে, হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ করা হয়েছে। এছাড়াও জনপ্রতিনিধি এবং মসজিদের ইমামদের মাধ্যমেও গুজব বিরোধী প্রচার-প্রচারণা চালানো হয়েছে।গুজবে বিভ্রান্ত হয়ে ছেলে ধরা সন্দেহে কাউকে গণপিঠুনি দিয়ে আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশের নিকট সোপর্দ করার পরামর্শ দেয়া হয়। প্রয়োজনে 999 এ কল করে জানানোর জন্য বলা হয়।

Attachments
Image
Publish Date
23/07/2019
Archieve Date
05/09/2019